Chartered AL-Barakah Hajj Bima

পরিচিতিঃ


হজ্জ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ। মহান আল্লাহ পবিত্র কুরআনে হজ্জ পালনের নির্দেশ দিয়েছেন। স্বাধীন, সুস্থ, বয়ঃপ্রাপ্ত ও হজ্জে যাওয়া আসার সমুদয় খরচ ও এ সময়ে পরিবার পরিজনের ভরণ পোষণের সামর্থ যার রয়েছে তার জন্য হজ্জ পালন করা ফরজ। এ ব্যাপারে আল্লাহর নির্দেশ, ‘মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে এ দায়িত্ব দেয়া হয়েছে যে, যারা আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্যবান হবে তারা যেন হজ্জ আদায় করে।’ (আল-কুরআনঃ সুরা আল-ইমরানঃ ৯৭) শারীরিক এবং আর্থিক দিক থেকে সামর্থবান প্রত্যেক মুসলিম নর-নারীর জীবনে একবার হজ্জ করা ফরজ। যে সকল মুসলমান নর-নারী প্রবিত্র হজ্জ পালনের আকাঙ্খা পোষণ করেন তাদের জন্য চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী নিয়ে এসেছে “চার্টার্ড আল-বারাকাহ্ হজ্জ বীমা” (মুনাফাযুক্ত) ।

সুবিধাসমূহঃ

  • বীমার মেয়াদ পূর্তিতে, বীমা গ্রাহককে তার মোট অর্জিত মুনাফাসহ বীমা অংকের পুরো টাকা প্রদান করা হবে।
  • বীমা পলিসির মেয়াদের মধ্যে, বীমাগ্রাহকের অনাকাঙ্খিত মৃত্যু হলে তাঁর নমিনি/মনোনীতককে অর্জিত মুনাফাসহ বীমা অংকের পুরো অর্থ প্রদান করা হবে।
  • বীমাগ্রাহক তার মেয়াদের অন্তত: দু’বছর অতিμান্তের পর পলিসি হ্রাসকৃত/সম্পাদিত বীমা অংক (Paid-Up) সুবিধা এবং সম্পনড়ব মূল্য অর্জন করে থাকে।
  • বীমাগ্রাহক মোট বীমা অংকের উপর নির্দিষ্ট পরিমাণ আয়কর রেয়াত পাবেন এবং বীমা দাবির মাধ্যমে প্রাপ্ত আয় সর্ম্পূণ আয়করমুক্ত।

শর্তাবলি এবং বৈশিষ্ট্যসমূহঃ

  • বীমা গ্রাহকের সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৬০ বছর
  • এ জাতীয় বীমা সাধারনতঃ ১০, ১৫, ২০ বছর মেয়াদের হয়ে থাকে। উল্লেখ্য, মেয়াদপূর্তিতে বীমাগ্রাহকের বয়স হতে হবে সর্বোচ্চ ৭২ বছর।
  • বীমা অংকের সর্বনিম্ন পরিমাণ ১০০,০০০/- (এক লক্ষ টাকা)।
  • গ্রাহক তার সুবিধামত বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক ও মাসিক ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবেন।
  • ন্যূনতম দু’বছর চালু থাকার পর বীমাগ্রাহক বীমা চালু রাখতে অনিচ্ছুক বা অসমর্থ হলে উক্ত বীমা সমর্পণ করা যাবে এবং বীমাগ্রাহক সমর্পণ মূল্য প্রাপ্য হবেন।

পলিসি গ্রহণ পদ্ধতিঃ:

“চার্টার্ড আল-বারাকাহ্ তিন কিস্তি বীমা” কেনার জন্য আপনার নিকটস্থ আমাদের বিμয় অফিস/এজেন্সি অফিস/ ইউনিট অফিসে আমাদের সংশ্লিষ্ট ফাইন্যান্সিয়াল এসোসিয়েট/ইউনিট ম্যানেজার/ব্রাঞ্চ ম্যানেজার/সেলস্ ম্যানেজার এর সাথে যোগাযোগ করুন। “চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড”-এর নিবেদিত টিম আপনাকে সব ধরনের সহযোগিতা করতে বদ্ধ পরিকর।

অস্বীকৃতিঃ


ব্যতিক্রম ও অযোগ্যতাঃ

বীমা শুরুর অথবা পূনর্বহালের তারিখ হতে ০১ (এক) বছরের মধ্যে বীমাগ্রাহক আত্মহত্যা করলে (সুস্থ্য অথবা বিকৃত মস্তিষ্কে), যুদ্ধ অথবা এইডস এর কারণে মৃত্যু হলে পলিসিটি বাতিল বলে গণ্য হবে এবং প্রচলিত বীমা আইন মোতাবেক প্রদত্ত সকল প্রিমিয়াম বাজেয়াপ্ত হয়ে যাবে।

বীমা তামাদি হলেঃ

বর্ধিত সময় (প্রদেয় তারিখ হতে ৩১ দিন পর্যন্ত) পেরিয়ে যাওয়ার পরও প্রিমিয়াম প্রদান করা না হলে এবং ন্যূনতম নগদ মূল্য অর্জিত না হলে বীমা থেকে মূল্য বা সুবিধা পাওয়া যাবে না।

দ্রষ্টব্যঃ

এটি একটি ব্যাখ্যামূলক পুস্তিকা, কোন চুক্তি বা স্মারক নয়। বীমা দলিলে আপনার গৃহীত বীমার পরিধি ও শর্তাবলি পূর্ণাঙ্গভাবে বিবৃত থাকবে।