পলিসি গ্রহণ পদ্ধতিঃ:
“চার্টার্ড আল-বারাকাহ্ তিন কিস্তি বীমা” কেনার জন্য আপনার নিকটস্থ আমাদের বিμয়
অফিস/এজেন্সি অফিস/ ইউনিট অফিসে আমাদের সংশ্লিষ্ট ফাইন্যান্সিয়াল
এসোসিয়েট/ইউনিট ম্যানেজার/ব্রাঞ্চ ম্যানেজার/সেলস্ ম্যানেজার এর সাথে যোগাযোগ
করুন। “চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড”-এর নিবেদিত টিম আপনাকে সব
ধরনের সহযোগিতা করতে বদ্ধ পরিকর।
অস্বীকৃতিঃ
ব্যতিক্রম ও অযোগ্যতাঃ
বীমা শুরুর অথবা পূনর্বহালের তারিখ হতে ০১ (এক) বছরের মধ্যে বীমাগ্রাহক আত্মহত্যা
করলে (সুস্থ্য অথবা বিকৃত মস্তিষ্কে), যুদ্ধ অথবা এইডস এর কারণে মৃত্যু হলে পলিসিটি
বাতিল বলে গণ্য হবে এবং প্রচলিত বীমা আইন মোতাবেক প্রদত্ত সকল প্রিমিয়াম বাজেয়াপ্ত
হয়ে যাবে।
বীমা তামাদি হলেঃ
বর্ধিত সময় (প্রদেয় তারিখ হতে ৩১ দিন পর্যন্ত) পেরিয়ে যাওয়ার পরও প্রিমিয়াম প্রদান করা
না হলে এবং ন্যূনতম নগদ মূল্য অর্জিত না হলে বীমা থেকে মূল্য বা সুবিধা পাওয়া যাবে
না।
দ্রষ্টব্যঃ
এটি একটি ব্যাখ্যামূলক পুস্তিকা, কোন চুক্তি বা স্মারক নয়। বীমা দলিলে আপনার গৃহীত
বীমার পরিধি ও শর্তাবলি পূর্ণাঙ্গভাবে বিবৃত থাকবে।