Chartered AL-Barakah Three Payment Plan

পরিচিতিঃ


দেশের সকল শ্রেণী পেশার জনগোষ্ঠীকে ইসলামী জীবন বীমার সুবিধা এবং তাদের আর্থ সামাজিক উনড়বয়ন, সঞ্চয় ও আর্থিক নিরাপত্তা বিধান নিশ্চিত করার লক্ষ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী নিয়ে এসেছে চার্টার্ড আল-বারাকাহ্ তিন কিস্তি বীমা প্রকল্প। এই বীমার আওতায় বীমা চলাকালীন বীমার আংশিক অর্থ গ্রাহককে পরিশোধ করা হবে এবং মেয়াদকালের যে কোন সময় গ্রাহকের অনাকাঙ্খিত মৃত্যু হলে বীমা অংকের পুরো টাকা মুনাফাসহ মনোনীতককে পরিশোধ করা হবে।

সুবিধাসমূহঃ

  • পলিসি সচল থাকা সাপেক্ষে মেয়াদের এক তৃতীয়াংশ সময় অতিবাহিত হলে বীমা অংকের ২৫ ভাগ টাকা ফেরত দেওয়া হবে। মেয়াদের দুই তৃতীয়াংশ সময় অতিবাহিত হলে পুনরায় বীমা অংকের ২৫ ভাগ টাকা ফেরত দেওয়া হবে। মেয়াদ শেষে বীমা অংকের অবশিষ্ট ৫০ ভাগ টাকা ও অর্জিত বোনাস প্রদান করা হবে।
  • মেয়াদের মধ্যে প্রত্যাশিত কিস্তি পাওয়ার পরও গ্রাহকের মৃত্যু হলে পলিসি সচল থাকা সাপেক্ষে বীমাকৃত সম্পূর্ণ টাকা অর্জিত বোনাসসহ নমিনিকে প্রদান করা হবে।
  • ন্যূনতম দুই বছর বীমা চালু থাকার পর বীমাগ্রাহক বীমা চালু রাখতে অনিচ্ছুক বা অসামর্থ হলে উক্ত বীমা সম্পন্ন করতে পারবেন।
  • বীমার উপর দেয় প্রিমিয়াম সম্পূর্ণ আয়করমুক্ত।

শর্তাবলি এবং বৈশিষ্ট্যসমূহঃ

  • বীমা গ্রাহকের সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৬০ বছর
  • এ জাতীয় বীমা সাধারনতঃ ১২, ১৫, ১৮, ২১ ও ২৪ বছর মেয়াদের হয়ে থাকে। উল্লেখ্য, মেয়াদপূর্তিতে বীমাগ্রাহকের বয়স হতে হবে সর্বোচ্চ ৭২ বছর।
  • বীমা অংকের সর্বনিম্ন পরিমাণ ১০০,০০০/- (এক লক্ষ টাকা)।
  • গ্রাহক তার সুবিধামত বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক ও মাসিক ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবেন।

পলিসি গ্রহণ পদ্ধতিঃ:

“চার্টার্ড আল-বারাকাহ্ তিন কিস্তি বীমা” কেনার জন্য আপনার নিকটস্থ আমাদের বিμয় অফিস/এজেন্সি অফিস/ ইউনিট অফিসে আমাদের সংশ্লিষ্ট ফাইন্যান্সিয়াল এসোসিয়েট/ইউনিট ম্যানেজার/ব্রাঞ্চ ম্যানেজার/সেলস্ ম্যানেজার এর সাথে যোগাযোগ করুন। “চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড”-এর নিবেদিত টিম আপনাকে সব ধরনের সহযোগিতা করতে বদ্ধ পরিকর।

অস্বীকৃতিঃ


ব্যতিক্রম ও অযোগ্যতাঃ

বীমা শুরুর অথবা পূনর্বহালের তারিখ হতে ০১ (এক) বছরের মধ্যে বীমাগ্রাহক আত্মহত্যা করলে (সুস্থ্য অথবা বিকৃত মস্তিষ্কে), যুদ্ধ অথবা এইডস এর কারণে মৃত্যু হলে পলিসিটি বাতিল বলে গণ্য হবে এবং প্রচলিত বীমা আইন মোতাবেক প্রদত্ত সকল প্রিমিয়াম বাজেয়াপ্ত হয়ে যাবে।

বীমা তামাদি হলেঃ

প্রম প্রিমিয়াম পরিশোধের পর পরবর্তী প্রতিটি প্রিমিয়ামের নির্ধারিত প্রদেয় তারিখ হতে ৩১ দিন অনুগ্রহকালের (Grace Period)) মধ্যে পরিশোধ করা যাবে। অনুগ্রহকাল পেরিয়ে যাওয়ার পরও প্রিমিয়াম প্রদান করা না হলে এবং ন্যূনতম নগদ মূল্য অর্জিত না হলে বীমা থেকে মূল্য/সুবিধা পাওয়া যাবে না।

দ্রষ্টব্যঃ

এটি একটি ব্যাখ্যামূলক পুস্তিকা, কোন চুক্তি বা স্মারক নয়। বীমা দলিলে আপনার গৃহীত বীমার পরিধি ও শর্তাবলি পূর্ণাঙ্গভাবে বিবৃত থাকবে।