Chartered AL-Barakah Monthly Saving Plan
পরিচিতিঃ
ইসলামী অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সুদ মুক্ত অর্থ ব্যবস্থা। যার অন্যতম
মৌলিক খাত ইসলামী বীমা। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সুদমুক্ত হালাল
পদ্ধতিতে দেশে ইসলামী জীবন বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্ব পালন করবে। পারস্পরিক
সহযোগিতা করার অঙ্গীকার নিয়ে প্রবর্তন করেছে সংশ্লিষ্ট সকলের স্বার্থ সংরক্ষণ ও আধুনিক
জনকল্যাণমুখী জীবন বীমা ব্যবস্থা। যার মূল উদ্দেশ্য আর্থিক নিরাপত্তা বিধান, সঞ্চয়,
বিনিয়োগ ও কর্মসংস্থানের মাধ্যমে সুদৃঢ় অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তোলা। চার্টার্ড লাইফ
ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ইতোমধ্যে প্রচলিত বীমা এবং গ্রæপ বীমা শিল্পের কেন্দ্রবিন্দুতে
পরিণত হয়েছে। কোম্পানীর অব্যাহত সফলতার ধারাবাহিকতায় দেশের মুসলিম জনগোষ্ঠীর
ব্যাপক চাহিদার প্রতি লক্ষ্য রেখে “চার্টার্ড আল-বারাকাহ্ মাসিক সঞ্চয়ী বীমা” নামে একটি
পরিকল্প চালু করেছে। আধুনিক, সময়োপযোগী ও জনকল্যাণমুখী এ পরিকল্পটি চালু করার
ফলে দেশের সকল শ্রেণী পেশার জনগোষ্ঠী পাবে ইসলামী জীবন বীমার সুবিধা এবং তাদের
আর্থ সামাজিক উনড়বয়ন, সঞ্চয় ও আর্থিক নিরাপত্তা বিধান নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।
“চার্টার্ড আল-বারাকাহ্ মাসিক সঞ্চয়ী বীমা”র আওতায় গৃহীত বীমার মেয়াদপূর্তিতে অর্জিত
মুনাফাসহ বীমা অংকের পুরো টাকা প্রাপ্ত হবেন। মেয়াদকালের যে কোন সময় গ্রাহকের
অনাকাঙ্খিত মৃত্যু হলে অর্জিত মুনাফাসহ বীমা অংকের পুরো টাকা মনোনীতককে পরিশোধ
করা হবে।